আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পরীক্ষা আবারো শুরু

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পরীক্ষা আবারো শুরু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২০ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   তৃতীয় ধাপের ট্রায়াল স্থগিতের ক’দিন না যেতেই অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পরীক্ষা নীরিক্ষা আবারো শুরু করেছে।  গত বুধবার টিকা গ্রহণকারী এক নারী স্বেচ্ছাসেবক স্নায়বিক কারণে অসুস্থ হলে বিরতির ঘোষণা দিয়েছিলেন গবেষকরা। এই ভ্যাকসিনের সাফল্য নিয়ে আশাবাদী জার্মান চিকিৎসাবিজ্ঞানী ও সাধারণ নাগরিকরা। একজন বলেন, আমি ভ্যাকসিন নিয়ে ব্যাপক আশাবাদী। তবে আশা একটা কার্যকরী ভ্যাকসিন কবে পাবো সেটা বলা মুশকিল। তবে বিজ্ঞানীদের আরো নিষ্ঠা এবং সততার সাথে কাজ করা উচিত বলে মনে করি।

আরেকজন বলেন, করোনার ভয়াবহতার কারণে একটি টিকার খুবই প্রয়োজন। কিন্তু এত তাড়াহুড়ায় পার্শ্বপ্রতিক্রিয়া বোঝাও মুশকিল যে মানবদেহে কেমন ধরনের সমস্যার সৃষ্টি করছে। আমার মতে একটি কার্যকরী টিকার জন্য বেশী বেশী গবেষণা ও পর্যবেক্ষণের প্রয়োজন। এতে করে ঝুঁকি এড়ানো অনেকটাই সম্ভব হবে বলে মনে করেন তিনি।