আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৪:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


narayanganjনারায়ণগঞ্জ: ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লায় এ কর্মসূচি পালন করা হয়।

ফতুল্লার ডিআইটি মাঠ থেকে শতাধিক অটোরিকশা চালক ও শ্রমিক মিছিলে যোগ দেন। মিছিলটি ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রদক্ষিণ করে শহরের চাষাড়া ২নং রেলগেট হয়ে ফতুল্লায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের জীবিকার বিষয়টি বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আজিজুল হক জব্বার।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, অটোরিকশার কোনো বৈধতা নেই। এসব গাড়ির কোনো রেজিস্ট্রেশন নেই এবং সরকারকে কোনো ট্যাক্স দেয় না। তাই সরকার অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে। সরকারের নির্দেশে সড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়া হচ্ছে না।