আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব অতি গোপনীয় নথি ফাঁস আমেরিকার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি: পেন্টাগন

অতি গোপনীয় নথি ফাঁস আমেরিকার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি: পেন্টাগন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৩ , ১২:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সম্প্রতি ডজন ডজন অতি গোপণীয় নথি অনলাইনে ফাঁস হওয়ার কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদরদফতর পেন্টাগন।
সেক্রেটারি অব ডিফেন্স ফর পাবলিক অ্যাফেয়ার্স-এর সহকারী ক্রিস মাহার সোমবার একথা বলেন। তিনি বলেন, “কীভাবে এসব তথ্য ফাঁস হলো তা নিয়ে আমরা এখনও তদন্ত করছি। গোপণ নথি ফাঁসের বিষয়ে এরইমধ্যে মার্কিন আইন ও বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।”
সম্প্রতি আমেরিকা ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সামরিক এবং গোয়ন্দা বিষয়ক অতি গোপণীয় নথি ফাঁস হয়েছে যা টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফাঁস হওয়া নথির মধ্যে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত গোপন তথ্য এবং মিত্রদের সম্পর্কে স্পর্শকাতর ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে। এর মধ্যে একটি তথ্য হচ্ছে- ইসরায়েলের দখলদার সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সমর্থন থাকার প্রসঙ্গ। সূত্র: ভয়েস অব আমেরিকা