আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অনন্ত জলিলের নতুন সিনেমায় ইমন ও হিরো আলম

অনন্ত জলিলের নতুন সিনেমায় ইমন ও হিরো আলম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২০ , ৫:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : চিত্রনায়ক মামনুল হাসান ইমন ও আলোচিত হিরো আলমকে নিয়ে নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সিনেমাটির শুটিং শুরু হবে। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল। তিনি জানিয়েছেন, গেলো বৃহস্পতিবার (১৮ জুন) আমার অফিসে ইমন এবং হিরো আলমের সঙ্গে বসেছিলাম। দুজনেই চুক্তিবদ্ধ করিয়ে সাইনিং মানিও দিয়েছি। তারা আমাকে সিনেনাটিতে অভিনয়ের কথা বলেছেন। আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তবে অতিথি চরিত্রে থাকতে পারি। অনন্ত জলিল আরও জানিয়েছেন, ‘মানুষ মানুষের জন্য’ নামে একটি অনুষ্ঠানের প্রথম পর্বে তাদের নিয়ে সিনেমার ঘোষণা দিয়েছিলাম। সিনেমার বাকী তথ্য নায়িকা পরিচালকের নাম দ্বিতীয় পর্বে জানা যাবে। এদিকে ইমন ও হিরো আলমও সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা  নিশ্চিত করেছেন। এদিকে আসছে ঈদে মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিলের বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’।