আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অনলাইনে বাদশার ট্রিজার

অনলাইনে বাদশার ট্রিজার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৫:১৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


2016_06_15_15_17_06_zsoZFCQJ51JX7eR77tGXpws64IwO9x_originalকাগজ বিনোদন ডেস্ক: জিৎ ও নুসরাত ফারিয়াকে নিয়ে যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র ‘বাদশা’। আসছে ঈদে ছবিটি দুই বাংলায় মুক্তির দেয়ার কথা। তার আগেই এবার অনলাইনে ছবির পঞ্চাশ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে। যার শুরু থেকে শেষ পর্যন্ত ‘বাদশা’র জয়জয়কার থাকলেও মাত্র তিন সেকেন্ডের জন্য ধরা দিয়েছিলেন ফারিয়া।

‘বাদশা’ ছবিতে কলকাতার জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের আরেক নায়িকা জলির। শুটিংয়ের আগেই শুরু হয় টানাপোড়েন। এ নিয়ে অনেক জল ঘোলার পর জলিকে বাদ দিয়ে জিতের বিপরীতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়াকে নেয়া হয়। বাবা যাদব পরিচালিত এই শুটিং সম্প্রতি শেষ হয়েছে।

এবার অনলাইনে এলো ছবির টিজার। যেখানে দেখা যায়, বাদশা নামের ডন চলন্ত ট্রেনের উপর দিয়ে দৌড়ে আসছেন। তার পরপরই কয়েকটি অ্যাকশন দৃশ্য। শেষ দিকে হঠাৎ রাস্তায় নায়িকা ফারিয়ার গ্ল্যামারাস উপস্থিতি। যদিও তা মাত্র তিন সেকেন্ডর। শেষটাও ছিলো জিতের দখলে।

‘বাদশ’র নাম ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। তার বিপরীতে শ্রেয়া চরিত্রে ছিলেন নুসরাত ফারিয়া।