আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অনুদানের সিনেমায় প্রথমবার শাকিব

অনুদানের সিনেমায় প্রথমবার শাকিব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২১ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটির নাম ‘গলুই’। এটি নির্মাণ করবেন পরিচালক এস এ হক অলিক। ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। নির্মাতা জানান, শাকিবের সঙ্গে আলাপ চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনো লিখিত চুক্তি হয়নি। শিগগিরই সেটা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, অলিক বর্তমানে রয়েছেন জামালপুরে। সেখানে ‘গলুই’ সিনেমার জন্য লোকেশন খুঁজছেন। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই শুরু হবে সিনেমাটির শুটিং। এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে শবনম বুবলী কে। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির গান করবেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা।

এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমা দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া তিনি শাকিব খানকে নিয়ে ২০১৫ সালে বানিয়েছিলেন ‘আরো ভালোবাসব তোমায়’ নামের একটি সিনেমা। সেটিও দর্শকদের সাড়া পেয়েছিল।