আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অনেক হয়েছে, আর ক্ষমা নয়

অনেক হয়েছে, আর ক্ষমা নয়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ২:১০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্যদিকে, বধূ ফেরতের মামলা করেছেন রোশন। দুইয়ে মিলিয়ে এখন বিষয় বিচারাধীন। কিন্তু সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, একে অপরের বিরুদ্ধে কথা বলতে, কটূক্তি করতে কেউ ছাড়ছেন না।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রোশন সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কুৎসা রটাচ্ছেন শ্রাবন্তী। আবার সন্ধ্যার মধ্যেই শ্রাবন্তীর ইনস্টাগ্রামের স্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। সব মিলিয়ে সাংসারিক অশান্তি এখন হাটে-বাজারে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শ্রাবন্তী পোস্টে লিখেছেন, ‘সে ক্ষমা করে দিত…তার হৃদয় ছিল অনেক বড়। সে হাল ছেড়ে দিতে জানত না। কারণ সে বিশ্বাস করত সেই মানুষদের মধ্যে ভালোটাও লুকিয়ে রয়েছে। তবে বহুবার চেষ্টার পর, বহু পথ হাঁটার পর তার কাছে সেই সব মানুষদের দূরে সরিয়ে দেওয়া ছাড়া আরও কোনও বিকল্প রইল না। কারণ তারা তার হৃদয় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে।’