আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অন্তর হাসানের ‘একশত’ মিউজিক ভিডিও

অন্তর হাসানের ‘একশত’ মিউজিক ভিডিও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২১ , ৪:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : তরুণ ভিডিও নির্মাতা অন্তর হাসান। বর্তমান সময়ে বেশ ভালোই ব্যস্ত সময় পার করছেন। কাজ করছেন দেশের সব জনপ্রিয় এবং নতুন সঙ্গীতশিল্পীদের সাথেও। এই পর্যন্ত একশত গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তরুণ এই নিমাতা। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- কন্ঠশিল্পী এফ এ সুমনের ‘বোবা মন’, ‘বুকের বা পাশে তুই’, ‘কাজল মেয়ে’, ‘আসমানের পরি’, সামস্-এর ‘জ¦লে বুকে আগুন’, সাদমান পাপ্পু’র ‘বন্ধু আমার হারিয়ে গেছে’, সানি আজাদের ‘ভালোবাসার লেনাদেনা’, কেশব দে’র ‘প্রিয়া ছুরি মারলো কলিজায়’, রিয়েল আশিকের ‘থাকিস কেন দূরে’, গগন সাকিবের ‘কেউ বোঝেনা’, কামরুজ্জামান রাব্বি’র ‘মেশিন গান’ এছাড়াও ‘বাংলাদেশ সেনাবাহিনী’ গানটি গেয়েছেন মেজর এম কে আলী। সামনে নতুন বছরেও আরো অনেকগুলো নতুন কাজ নিয়ে আসছেন এই পরিচালক। এমনটাই জানালেন তিনি।

বললেন, আমি চেষ্টা করি ভালো কাজ করার। অল্প সময়ের মধ্যে আমার নির্মিত গানের সংখ্যা একশত পূর্ণ হয়েছে। এটা আসলেই আমার জন্য অনেক বড় পাওয়া। সামনেও যেন দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি সে চিন্তাভাবনা নিয়েই কাজ করছি।