Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
অর্ধ কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ, গ্রেফতার ৩ - Diner Sheshey অর্ধ কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ, গ্রেফতার ৩ - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় অর্ধ কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ, গ্রেফতার ৩

অর্ধ কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ, গ্রেফতার ৩


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:৫৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


81চট্টগ্রাম: বন্ড সুবিধায় আনা অর্ধ কোটি টাকার গার্মেন্টস পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। এসময় কাপড় ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর ষোলশহরে রুবি গেইট এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

গ্রেফতার তিনজন হলেন, পণ্যের ক্রেতা মো. রাশেদ (৩৬), ব্রোকার মো. ফারুক (৩৩) ও কাভার্ড ভ্যান চালক মো. ইয়াসিন (২৮)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত গার্মেন্টস পণ্য আমদানি করে সিজার টেক্সটাইল নামের একটি প্রতিষ্ঠান। তৈরি পণ্য রফতানির কথা থাকলেও তা না করে কাপড়গুলো টেরিবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কাপড় ভর্তি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

কাভার্ড ভ্যানে ১১৮টি কাপড়ের রোল পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানান ওসি মহসীন।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130