আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// অল্পের জন্য রক্ষা পেল ফেরির তিন শতাধিক যাত্রী

অল্পের জন্য রক্ষা পেল ফেরির তিন শতাধিক যাত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২১ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


মুন্সিগঞ্জ প্রতিনিধি :  পদ্মা নদীর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে অল্পের জন্য রক্ষা পেয়েছে ৩ শতাধিক এর চেয়ে বেশি যাত্রী। ডোবার উপক্রম হলেও অল্পের জন্য রক্ষা পায় ফেরিটি। মঙ্গলবার বিকেলে ফেরি গোলাম মাওলার তলা ফেটে পানি প্রবেশ করতে থাকে। এ অবস্থায়ই ফেরিটি শিমুলিয়া ঘাটে জরুরি নোঙর করে। পরে দ্রুত যানবাহনগুলো ঘাটে নামিয়ে দেওয়া হয়।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কবলে পরা ফেরিটিতে ৩টি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ২৯টি ছোট ও মাঝারী আকারের যানবাহনসহ মোট ৩৫টি গাড়ি ও ৩ শতাধিক যাত্রী ছিল। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘাটে পৌঁছানোর পর যাত্রী ও যানবাহন অক্ষতভাবে নামিয়ে দেওয়া হয়েছে। ফেরির ফাটলের স্থানটি পরীক্ষার জন্য ডুবুরি টিম আনা হচ্ছে।