আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন ইমন খান

অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন ইমন খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২০ , ৬:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : জনপ্রিয় কন্ঠশিল্পী ইমন খান। দেশের এই খারাপ পরিস্থিতিতে নিজ জেলা সিরাজগঞ্জ- উপজেলার ‘উল্লাপাড়া’র নিজ এলাকার ১৪৫ জন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। যা এই মুহুর্তে অসহায় মানুষদের অনেক উপকার হয়েছে। এ নিয়ে বেশ প্রসংশাও পাচ্ছেন এই কন্ঠশিল্পী। কুড়াচ্ছেন মানুষের দোয়া-ভালোবাসা। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ ৬টি আইটেম দিয়ে গরীব-দুঃখী মানুষের পাশে ছিলেন তিনি। আর তার সাথে স্বেচ্ছায় শ্রম দিয়ে সহযোগিতা করছেন তার এলাকার ছোট ভাই, ভাতিজা, ভাগিনাসহ একদল তরুণ সমাজ। এমনটাই জানালেন ইমন খান। বললেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এটা আমার কাছে অনেক আনন্দের। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার এলাকার মানুষের পাশে থাকতে। আমার মতো সবাই একটু একটু করে এগিয়ে আসলে হয়তো আমাদের অসহায় মানুষগুলো একটু ভালো থাকতে পারবে। তাই আমি মনে করি; যাদের সামর্থ আছে সবার উচিৎ অসোহায় মানুষদের পাশে দাঁড়ানো। পাশাপাশি আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন দ্রুত সময়ের মধ্যে করোনা নামক এই প্রাণঘাতি ভাইরাস আমাদের দেশ থেকে চলে যায়।