আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আইআইএফ’র পূর্বাভাস : এ বছর বিশ্বের দেনা বাড়বে ৯২ ট্রিলিয়ন ডলার

আইআইএফ’র পূর্বাভাস : এ বছর বিশ্বের দেনা বাড়বে ৯২ ট্রিলিয়ন ডলার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : করোনার বছরে সারাবিশ্বের দেনা ২৪ ট্রিলিয়ন বেড়ে মোট ২৮১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক ট্রেড গ্রুপ ‘দ্য ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স’ (আইআইএফ) ১৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ তথ্য।
উল্লেখ্য, ২০১৯ সালের গতি-প্রকৃতি আলোকে ২০২০ সালে দেনা ৪ ট্রিলিয়ন ডলার বাড়তে বলে অনুমান করা হলেও করোনা পরিস্থিতির জন্যে তা ২৪ ট্রিলিয়ন হয়েছে। করোনাভাইরাস দমন/প্রতিরোধ ইত্যাদি কারণে সব দেশের সরকারকেই বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে, যার কোন ইঙ্গিত আগে থেকে ছিল না। একইসাথে জনজীবন থমকে যাওয়া অর্থাৎ লকডাউনে থাকায় বহুদেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা এসেছিল বছরের ৯ মাস। আর এ পরিস্থিতি ২০০৮ সালের মহামন্দাকেও ছাড়িয়ে গিয়েছিল। এমনকি ২০০৯ সালে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতাকেও হার মানিয়েছে বলে আইআইএফ উল্লেখ করেছে। করোনা মহামারি অব্যাহত থাকায় চলতি বছরও দেশসমূহের দেনার পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইআইএফ। চলতি বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও সামনের বছর বাজেটে তার প্রভাব রয়েই যাবে বলে মন্তব্য করেছে সারাবিশ্বের অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ে স্বাধীনভাবে কাজ করা আন্তর্জাতিক সংস্থাটি। আইআইএফ মনে করছে, চলতি বছর দেনার পরিমাণ ১০ ট্রিলিয়ন ডলার বেড়ে তা ছাড়িয়ে যেতে পারে ৯২ ট্রিলিয়ন ডলার। বাজেট ঘাটতির ব্যাপারটি বিবেচনায় রেখেই করোনা প্রতিরোধের কার্যক্রম জোরদার করতে হবে। সেটিই হবে মানবতার কল্যাণে সময়ের দাবির পরিপূরক পদক্ষেপ। রাজনীতি এবং সামাজিক চাপে সরকারসমূহের কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত মনে হলে তা ভবিষ্যত সংকট মোকাবেলায় শুভ কোন ফল বয়ে আনবে না। তাই সরকারসমূহকে সমালোচনায় কান না দিয়ে করোনা পরিস্থিতি থেকে স্থায়ী পরিত্রাণে যতটা সম্ভব সোচ্চার থাকতে হবে। যুক্তরাষ্ট্র সরকারের জবাবদিহিতা অফিসের ধারণা, চলতি বছর ৪ ট্রিলিয়ন ডলার দেনা বাড়বে। গত নভেম্বরে প্রকাশিত এই অফিসের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের দেনা বাড়তে পারে ২৬.৯ ট্রিলিয়ন ডলার।