আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আইটেম গানে এ যেন এক অন্য বিদ্যা (ভিডিও)

আইটেম গানে এ যেন এক অন্য বিদ্যা (ভিডিও)


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৭:৩৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


binod1কাগজ অনলাইন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের বিদ্যা বালানের নতুন একটি আইটেম গান। যেখানে দেখা যাচ্ছে নতুন এক লুক নিয়েই হাজির হয়েছেন এই অভিনেত্রী। ‘শোলা যো ভাড়কে’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে রয়েছেন মারাঠি অভিনেতা মঙ্গেশ দেশাই।

বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়ক ভগবান দাদাকে নিয়ে তৈরি এই ছবি। ভগবান দাদার এই মারাঠি বায়োপিকেই অভিনয় করেছেন বিদ্যা বালান। শাম্মি কাপুরের স্ত্রী গীতা বালির চরিত্রে।

গীতা বালি আর ভগবান দাদার সেই সময়ে ঝড় তোলা আইটেম ‘শোলা যো ভাড়কে’। ১৯৫১ সালে ‘আলবেলা’ ছবিতে এই গানটি যখন দেখেন দর্শকরা, রীতিমতো ঝড় উঠেছিল। ঝড় উঠেছিল গীতা বালির অনাবৃত কোমর দেখে। ঝড় উঠেছিল গানের সাহসী শরীরী বার্তায়।
ছবির জন্য সেই গানে নতুন করে ধরা দিলেন বিদ্যা এবং মঙ্গেশ।

https://youtu.be/QJKpvt5_cN4