আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইপিএল খেলার ছাড়পত্র হারাচ্ছেন সাকিব

আইপিএল খেলার ছাড়পত্র হারাচ্ছেন সাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২১ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : গত শনিবার রাতে এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে সার্বিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তিনি দাবি করেছেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলতে ছুটি চেয়ে বিসিবিকে দেওয়া তার চিঠির ভুল ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের প্রশংসা করলেও বাকিরা কাজ করছেন না এবং এইচপিতে ক্রিকেটার তৈরি হচ্ছে না বলেও উল্লেখ করেছেন তিনি। সাকিবের এমন মন্তব্যের পর তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। তবে বিষয়টি আমলে নিয়ে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেট প্রশাসন। গতকাল সন্ধ্যায় নিজের বাসভবনে মিটিংয়ে পরিচালক আকরাম, নাঈমুর রহমান দুর্জয়, মাহবুব আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে নিয়ে মিটিং করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মিটিং থেকে বের হয়ে সাকিবের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা আকরাম খান বলেছেন, যেহেতু সাকিব টেস্ট খেলতে চান, তাই বিসিবি তার আইপিএল খেলার ছাড়পত্র নিয়ে চিন্তা করবে। টেস্ট খেলতে চাইলে তাকে শ্রীলঙ্কায় পাঠানো হবে। তবে পুরো বিষয়টি নিয়ে বোর্ড সভায় আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। পরিচালকরা বিস্তারিত না বললেও গতকাল জানা গেছে, অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে আইপিএল খেলার ছাড়পত্র হারাতে যাচ্ছেন সাকিব। চটেছেন বোর্ড সভাপতিও। এ ঘটনায় পাপনের মনোভাব জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘সামনে দেখতে পারবেন।’ গতকাল সন্ধ্যায় আকরাম খান বলেছেন, ‘সাকিব বলেছে আমি চিঠি পড়িনি, ঠিক আছে আমার ভুল হতে পারে। আমরা এখন ওর ছাড়পত্র নিয়ে চিন্তা করব, ও যেহেতু টেস্ট খেলতে চায় বলেছে তাহলে খেলবে।’ সাকিবের চিঠিতে কি ছিল জানতে চাইলে আকরাম বলেন, ‘ও লিখেছে শ্রীলঙ্কায় আমরা যে সিরিজ আয়োজন করছি সেখানে না খেলে ও আইপিএল খেলবে। আপনারা জানেন ওখানে আমরা কি খেলতে যাব।’ আইসিসি ট্রফিজয়ী সাবেক এ অধিনায়ক ক্ষোভ উগরে বলেছেন, ‘আমরা যখন খেলতাম চুক্তিতে থেকে ২০-৩০ হাজার টাকা পেতাম। কখনো বোর্ডের বিরুদ্ধে কথা বলিনি।’
বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘পুরো ভিডিও আমরা দেখব। এখানে এইচপি নিয়েও কথা হয়েছে। পরে বোর্ড সভায় আলোচনার পর সিদ্ধান্ত জানা যাবে।’ এইচপির চেয়ারম্যান ও দুর্জয় মিটিংয়ের পর বলেছেন, ‘অপ্রত্যাশিত। আয়ারল্যান্ড উলভসকে হারিয়েছে। চার-পাঁচ জন ক্রিকেটার জাতীয় দলে খেলছে। এখন যখন এইচপি ভালো করছে তখন এসব মন্তব্য বিস্ময়ের। এর পেছনে অন্য কিছু আছে কি না, জানি না।’ তিনি আরো বলেন, ‘এভাবে বোর্ডের বিরুদ্ধে বলতে পারে না। বোর্ড সভায় আলোচনা করে সিদ্ধান্ত হবে।’