আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বিসিসিআই

আইপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বিসিসিআই


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২০ , ৩:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হল বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।বুধবার (১৫ এপ্রিল) বিসিসিআই এ সিদ্ধান্ত জানিয়েছে।গত ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে আসরটি পিছিয়ে দেয়া হয়। প্রথম দফা পেছানোর সময় বলা হয়েছিলো, ১৫ এপ্রিল আইপিএল শুরু হবে। কিন্তু তা আর সম্ভব হলো না। এবার আর কোনো তারিখ জানালো না বিসিবি। অনির্দিষ্টকালের জন্যই স্থগিত করে দিলো আইপিএল। ভারতে প্রথম দফায়২১ দিনের লকডাউন শেষ হয় ১৪ এপ্রিল। কিন্তু দেশের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় সব রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেন। সব ক্রীড়া ইভেন্টের মতই তার প্রভাব যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও পড়বে তা জানাই ছিল। এর আগে ১৫ এপ্রিল আইপিএল শুরুর কথা জানানো হয়েছিল। প্রথমে ২৯ মার্চ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও তা স্থগিত রাখা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এবার লকডাউনের সময়সীমা বেড়ে দাঁড়ালো ৩ মে। সেখানে দাঁড়িয়ে ১৫ এপ্রিল আইপিএল শুরু করা কোনওভাবেই সম্ভব হচ্ছে না। আর তাই কবে মাঠে গড়াবে আইপিএলের এই আসর সেটা আপাতত ধারণা করা যাচ্ছে না। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করার পরই বিসিসিআই সব স্টেকহোল্ডার এবং আট ফ্র্যাঞ্চাইজি ও ব্রডকাস্টার্সদের সঙ্গে কথা বলে বিসিসিআই জানায় যে, ইভেন্টটি স্থগিত থাকছে তব বাতিল হচ্ছ না।