আইসিইউতে সঙ্গীত শিল্পী শেখ শাহেদ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২০ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক : ‘রোকযানা’ খ্যাত নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ শাহেদ গুরুতর অসুস্থ। তিনি ভর্তি রয়েছেন রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। জানা যায়, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শেখ শাহেদকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং সর্বশেষ রাত ১টার দিকে তাকে আনোয়ার খান মডার্ণ মেডিকেলে নেওয়া হয়। তাকে তত্ত্বাবধান করছেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শিরাজী।
তিনি জানান, নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। এছাড়া তার কিডনি ফেইলিউর করেছে।হাসপাতালে শেখ শাহেদের পাশে রয়েছেন অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের সিইও খাদেমুল জাহান। তিনি জানান, রাতের চেয়ে এখন অবস্থা কিছুটা ভালো। সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
উল্লেখ্য, শেখ শাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বই দশক থেকে তিনি গান করে আসছেন। সঙ্গীত মহলে রোকযানার শাহেদ নামেও পরিচিত তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।