আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আইসোলেশনে ইমরান খান

আইসোলেশনে ইমরান খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২০ , ৪:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনেরে শেষে ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসায় এ বার আইসোলেশনে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়েছে কী না নিশ্চিতে নিজের নমুনাও পরীক্ষা করিয়েছেন তিনি। রিপোর্টের ফলাফল না জানা পর্যন্ত তিনি আইসোলেশনেই থাকবেন বলেও জানা গেছে। করোনা পরিস্থিতি সামাল দিতে গত ১৫ এপ্রিল ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন সে দেশের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংস্থা এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল এধি। সরকারের করোনা ত্রাণ প্রকল্পে ১ কোটি ডলার দান করেন তিনি। তার পরই অসুস্থ হয়ে পড়েন ফয়জল এধি। ডাক্তারি পরীক্ষায় তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তার পরই তাঁর সঙ্গে ইমরানের সাক্ষাৎ নিয়ে শোরগোল শুরু হয়। পাক সরকার সূত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে মিনিট সাতেকই কথা হয়েছিল। কিন্তু সাক্ষাতের সময় কেউই গ্লাভস পরেছিলেন না। মুখে মাস্কও ছিল না দু’জনের কারও। তাই ফয়জল এধি করোনা আক্রান্ত হয়েছেন জানতে পেরেই আইসোলেশনে চলে যান ইমরান। নিজের নমুনাও পরীক্ষা করতে পাঠান তিনি। এই মুহূর্তে পাকিস্তানে করোনা পরিস্থিতি পর্বেক্ষণেরর দায়িত্বে রয়েছেন ফয়জল সুলতান। ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হওয়ার পাশাপাশি শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সিইও তিনি। তাঁর পরামর্শ মেনেই ইমরান নিজের লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠান বলে জানিয়েছেন ফয়জল সুলতান।