আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আওয়ামী লীগ আদর্শিক সংগঠন : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগ আদর্শিক সংগঠন : সৈয়দ আশরাফ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৯:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


ashrafকাগজ অনলাইন প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ একটি আদর্শিক সংগঠন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনারা আমরাই কয়েম করব বলে আমি বিশ্বাস করি।

শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, আমি এখানে এসে দেখলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন। আমরা যদি আপনাদের অনুকরণ করে বাংলাদেশের প্রতিটি প্রতিনিধি সভা করি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমতউল্লা খান। সঞ্চালনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রহমত আলী এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, জাহিদ আহসান রাসেল এমপি, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের পিপি হারিছ উদ্দিন আহম্মদ, আব্দুল হাদী শামীম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ইকবাল হোসেন সবুজ প্রমুখ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের জানান, গাজীপুর মহানগরীর ৪০০ ইউনিটের কোনো কমিটিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িতদের স্থান হবে না। জুন মাসের মধ্যেই মহানগরীর ৮টি থানা, ৫৭টি ওয়ার্ডসহ সব ইউনিট কমিটি গঠন করা হবে। সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রায় ২০ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।