আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে : প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৩ , ৭:১৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষ কিছু পেয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজ মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যা যা বলেছিলেন পরে সব কথা তিনি রেখেছিলেন। পৃথিবীর কোন দেশেই এতো তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারিনি। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু বলেছিল আমার মাটি আছে, মানুষ আছে, সেটা নিয়েই দেশ গড়ে তুলবো।
তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে নিজের পরিবারের থেকে বেশি বাঙালি জাতির ক্ষতি হয়েছে।