আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আকস্মিক সফরে সৌদি আরবে জেলেনস্কি

আকস্মিক সফরে সৌদি আরবে জেলেনস্কি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৩ , ৬:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব গেছেন। সেখানে আরব লীগের সামিট অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ‘প্রথমবারের মতো সৌদি সফর শুরু করছি।’ সৌদি আরবসহ আরব বিশ্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতেই এই সফর বলেও উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেছেন, আরব নেতাদের সঙ্গে ক্রিমিয়া এবং সাময়িক দখলকৃত অঞ্চলসমূহে থাকা রাজনৈতিক বন্দীদের নিয়ে তিনি আলোচনা করবেন। একইসঙ্গে তিনি শান্তি ফর্মুলা এবং জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, সৌদি আরব একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। আমরা আমাদের সহযোগিতা একটি নতুন লেভেলে নিতে প্রস্তুত।