আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড আত্মহত্যা করতে যাচ্ছিলেন জিম্বাবুয়ের কোচ!

আত্মহত্যা করতে যাচ্ছিলেন জিম্বাবুয়ের কোচ!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৫:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


makhayaকাগজ অনলাইন ডেস্ক: ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে হার মানে জিম্বাবুয়ে। যেনতেন হার নয়, লজ্জাজনক হার।

ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১২৬ রানে অলআউট হয়ে যায় স্প্রিং বকরা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী ভারত।

প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের লজ্জাজনক হার আত্মহত্যার দিকে ঢেলে দিয়েছিল দলটির ভারপ্রাপ্ত কোচ মাখায়া এনটিনিকে। শিষ্যদের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকান প্রাক্তন এই ক্রিকেটার এতটাই হতাশ হয়েছিলেন যে তিনি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন।

এ বিষয়ে মাখায়া এনটিনি বলেন, ‘আমি আত্মহত্যার পথ বেছে নিতে যাচ্ছিলাম। আসলে বাইরে যদি টমেটো গাছ থাকত তাহলে লজ্জায় আমি সেটাতে ঝুলে আত্মহত্যা করতাম। আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যারা সহজেই প্রতিপক্ষের বোলারদের বুঝতে পারে। তার উপর ঘরের মাঠে খেলা। আমরা প্রায় সব দিক দিয়েই যথেষ্ট ভালো অবস্থানে রয়েছি। তারপরও এমন হার মেনে নেওয়া যায় না।’

ভারতের কাছে এমন হারের পর গ্যালারি থেকে দর্শকরা কোচ ও খেলোয়াড়দের দুয়ো দিতে থাকে। পাশাপাশি তারা প্লেকার্ডে বিভিন্ন হতাশাজনক কথা লিখে দেখাতে থাকে। সেখানে একটি প্লেকার্ডে লেখা ছিল, ‘আমরা মহাকাব্যিক অনুপাতের দূর্যোগ, দুর্দশা ও কাঁদাজলকে সমর্থন করতে পারি না।’

দর্শকদের দুয়োর বিষয়ে জিম্বাবুয়ের ক্রিকেটার সিবান্দা বলেন, ‘আমরা শুনেছি তারা যা বলেছে। সেগুলো শুনতে কারোরই ভালো লাগে না। আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। তারা আসলে হতাশা ঠিক আমাদের মতো। আমরা আসলে ভালো ও খারাপ সময়ে তাদেরকে পাশে চাই। তাদের সমর্থন চাই। যাতে সঠিক পথে এগিয়ে যেতে পারি। অন্যথায় আমরা কিছুই করতে পারব না।’