আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আনোয়ারায় বিকেলে কিনলেন গ্যাস সিলিন্ডার, রাতেই বিস্ফোরণে দগ্ধ ৪

আনোয়ারায় বিকেলে কিনলেন গ্যাস সিলিন্ডার, রাতেই বিস্ফোরণে দগ্ধ ৪


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২১ , ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : বিকেলে কিনে আনা গ্যাস সিলিন্ডার রাতে বিস্ফোরণ হয়ে এক নারী ও এক যুবকসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রোববার রাত ৯টার দিকে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইছহাক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. ফরহাদ (১৯), মো. আবদুর রহমান (৬২), মোঃ আরিফ আলী (৪২), লিলু আকতার (২৭)। তারা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আহতদের স্বজনরা জানান, রবিবার বিকেলে ১২ লিটারের একটি গ্যাস সিলিন্ডার কিনে আনে। ইফতারের পর সেটির প্লাস্টিকের ক্যাপ খোলার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু ক্যাপ না খুললে আগুন দিয়ে তা গলানোর চেষ্টা করা হয়। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হয়।