আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ইতিহাস গড়ে টেস্ট জয়ের পরপরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই দলে ফিরছেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ছিলেন সাদা পোশাকের অধিনায়ক সাকিব, এবার ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফিরবেন তিনি। আবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ওয়ানডে সিরিজে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক। এদিকে আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে ফিরছেন আফিফ হোসেন আর নাঈম শেখ। সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বী আর রনি তালুকদার।
এছাড়াও ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই ওয়ানডে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা দিতে গিয়ে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মৃত্যঞ্জয় চৌধুরী।  আগামী ৫, ৮ ও ১১ জুলাই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ