আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানিস্তানকে মামুলি লক্ষ্য দিল বাংলাদেশ

আফগানিস্তানকে মামুলি লক্ষ্য দিল বাংলাদেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২২ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  সিরিজ নিশ্চিতের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। সফরকারী দলটির সামনে ১১৬ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিল টাইগাররা।

শনিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১১৫ রান।

টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বড় হয়নি বাংলাদেশের সংগ্রহ। প্রথম ১০ ওভারে সংগ্রহ করে মাত্র ৪৭ রান। যেখানে পাওয়ারপ্লেতে ছিল ৩৩। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ৪৩ রানের পার্টনারশিপে ভর করে শতের ঘর পার করে টাইগাররা।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৫ রান। জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১১৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ

বাংলাদেশ: ১১৫/৯ (২০ ওভার)