আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২২ , ৪:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার ভোরে ৫.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এদিকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার নিউজ এজেন্সিকে বলেন, রোববার রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভোররাতে জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছয়জন এবং আহতের সংখ্যা নয়জন।

আফগানিস্তানে গত জুনেও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ঘটনায় ১ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং আশেপাশের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষাত হয়েছে।