আজকের দিন তারিখ ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে ভূমিধসে অন্তত ২৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নোরগারাম জেলার গভর্নর কারি হাবিবুল্লাহ সাবির এ তথ্য জানিয়েছেন। সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, হাবিবুল্লাহ সাবির জানিয়েছেন, রোববার গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রেক্ষিতে এই বিপর্যয় ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিধসের কারণে অন্তত ২০টি বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জনান সায়েক বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে রোববার বিকেল থেকে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে।