আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানিস্তানে শঙ্কার মেঘ কেটে ক্রিকেটের সুবাস

আফগানিস্তানে শঙ্কার মেঘ কেটে ক্রিকেটের সুবাস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২১ , ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পর উদ্বেগ-উৎকণ্ঠায় কাটছে দেশটির ক্রিকেটারদের সময়। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ক্রিকেটের দেশ হওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তারা। বিশেষ করে, টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তিশালী দলে পরিণত হয়েছেন রশিদ খানরা। কিন্তু তালেবানের শাসনে ২২ গজে খেলার অবস্থা আগের মতো থাকবে কিনা, তা নিয়েই জন্মেছিল শঙ্কার মেঘ। তবে সব শঙ্কা কাটিয়ে কাবুলে ক্রিকেটের সুবাস ছড়িয়েছে আফগানদের অনুশীলনের দৃশ্যে। দেশের বর্তমান দৃশ্যপটে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, সামনের পাকিস্তান সিরিজও পড়ে গিয়েছিল শঙ্কার মুখে। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের অনুশীলনের ছবি পোস্ট করে জানিয়েছে, পাকিস্তান সিরিজ হচ্ছে।
আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘পাকিস্তান ম্যাচের জন্য শেষ রাউন্ডের প্রস্তুতি শুরু করেছে জাতীয় দলের খেলোয়াড়রা। সামনের সিরিজের প্রস্তুতিতে কাবুলে অনুশীলন চলছে। পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক তিনটি ম্যাচ খেলতে শিগগিরই শ্রীলঙ্কা সফরে যাবে আফগান জাতীয় ক্রিকেট দল।’ পাকিস্তানের বিপক্ষে তাদের সিরিজটি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ওই সময় আইপিএলের বাকি অংশ হবে মরুর দেশটিতে। তাই সিরিজটি সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হয়েছে। এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনও সিরিজে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। দুই দলের তিন ওয়ানডে হবে ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে।কাবুলে অনুশীলনে নামা আফগানিস্তান দল পেয়েছে নতুন ব্যাটিং কোচ। দুর্নীতির অভিযোগে দুই বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান আভিষ্কা গুনাবর্ধনে। এই লঙ্কানকেই নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।