আফ্রিকায় করোনার তাণ্ডবে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২০ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : আফ্রিকায় করোনাভাইরাসেরে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় বিষয়টি নিয়ে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মতে এ অবস্থায় দ্রুত সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনা দরকার। এ লক্ষ্যে সেখানে জরুরি সাহায্য-সহযোগিতা দরকার বলেও মনে করছে সংস্থাটি। এ বিষয়ে ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেছেন, আফ্রিকা মহাদেশে দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনার তাণ্ডবে আমি খুবই শঙ্কিত। আমাদের উচিত বিষয়টিকে গুরুত্বসহকারে নেয়া।
তিনি আরও বলেন, যেসব দেশে সংক্রমণ বাড়ছে সেগুলোর অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থাই ভঙ্গুর। রয়েছে অন্তঃকোন্দল ও যুদ্ধ। করোনার বিরুদ্ধে লড়তে অনেক দেশেরই জরুরি সাহায্য-সহযোগিতা প্রয়োজন।