আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ আবর্জনা থেকে জুতা!

আবর্জনা থেকে জুতা!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৩২ অপরাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


145অনলাইন ডেস্ক: সামুদ্রিক আবর্জনা থেকে জুতা বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বিখ্যাত জার্মান সংস্থা অ্যাডিডাস। সংস্থার নতুন জুতা শুধু দেখতেই চমকপ্রদ নয়, জুতার উপাদানও তাক লাগানোর মতো।

আফ্রিকার উপকূল থেকে প্লাস্টিকের বর্জ্য ও পুরনো ছেঁড়া মাছ ধরার জাল থেকে তৈরি হয়েছে ওই জুতা।

জুতার ডিজাইনার আলেক্সজান্ডার টেলর বলছেন, “গত গ্রীষ্মেই সংস্থা প্রোটোটাইপ জুতা জোড়া বানিয়ে ফেলেছিল, কিন্তু সেগুলো পরার যোগ্য ছিল না। এখন নতুন জুতা সম্পূর্ণ তৈরি৷” এই মুহূর্তে বাজারে মাত্র ৫০ জোড়া নতুন জুতা ছাড়ছে ইউরোপের সবচেয়ে বড় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক এই সংস্থা।

সংস্থার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এক একটি জুতা তৈরি করতে ১৬.৫ গ্রাম পুরনো বোতল, ১৩ গ্রাম করে প্লাস্টিক লেগেছে। সঙ্গে সংস্থার অত্যাধুনিক থার্মো-প্লাস্টিক পলিইউরেথিন মেশানো হয়েছে। যাতে দৌঁড়ের সময় ক্রীড়াবিদদের কোনরকম অসুবিধা না হয়। আপাতত ‘পার্লে ফর দ্য ওশান’ সমর্থক ও বিশ্ববিখ্যাত ফুটবলার জিনেদিন জিদানের পায়ে এই জুতা দেখা যেতে পারে।

সূত্র: সংবাদ প্রতিদিন