আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও চুরির অভিযোগ ঊর্বশীর বিরুদ্ধে!

আবারও চুরির অভিযোগ ঊর্বশীর বিরুদ্ধে!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২০ , ৫:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঊর্বশী রাওতেলার বিরুদ্ধে আরও একবার চুরি করার অভিযোগ উঠল। এতদিন জিনিসপত্র, সোনাদানা-মূল্যবান সামগ্রী চুরির খবর প্রকাশ হয়েছে। এবার শিরোনামে টুইট-চুরি। এই অভিযোগের জেরে আরও একবার ট্রোলের শিকার অভিনেত্রী। ২৬ বছর বয়সি অভিনেত্রী টুইট করেছেন অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’ নিয়ে। তবে যা লিখেছেন, তা না কি মার্কিন এক সাংবাদিক জন পল ব্রেমারের টুইটটি টুকে নিজের অ্যাকাউন্টে দিয়েছেন ঊর্বশী। এক নেটিজেনই মিস্টার ব্রেমারের নজরে আনেন এই বিষয়টি। সাইডে দুটি টুইট বসিয়ে পোস্ট করেছেন তিনি। তার পরই জন পল নিজেই সেটি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন।সম্প্রতি ওই সাংবাদিক ‘প্যারাসাইট’ ছবিটি নিয়ে একটি টুইট করেন। ৩১ মার্চ ঊর্বশী ওই একই টুইট পোস্ট করেছেন ছবিটি প্রসঙ্গে। এটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ভয়ানক ট্রোলের শিকার অভিনেত্রী। প্রথম পাতামহানগরঅর্থ-বাণিজ্যশিক্ষা জগৎস্বদেশবিদেশখেলাধুলাবিনোদনসম্পাদকীয় -উপসম্পাদকীয়শেষের পাতাফিচারতারার মেলাক্যাম্পাসসাহিত্যহাট্টি মা টিম টিমসুস্বাস্থ্যবিজ্ঞান ও প্রযুক্তিকৃষি ও সম্ভাবনারঙ বেরঙউনিশ বিশজেজেডি ফ্রেন্ডস ফোরামনন্দিনীআইন ও বিচারবর্ষপূর্তিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনএসএসসির ফল – ২০১৯