আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও ট্রলের শিকার মিমি

আবারও ট্রলের শিকার মিমি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২০ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   আবারও ট্রলের শিকার হলেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। ট্রলের উৎস তার একটি ফেসবুক পোস্ট। আরেক সাংসদ ও মিমির বান্ধবী নুসরাত জাহানের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন মিমি। সেই ছবিতে একটি কমেন্ট ঘিরেই যত কাণ্ড! সেখানে রমিনা সাতরা নামে একজন লেখেন, মিমি, আপনার মতো সেম আমারও একটি নাগিন বন্ধু ছিল সে নিজেকে বিশ্বসুন্দরী ভাবতো। সেলফিতে যেই ওকে ভাল লাগতো আর আমাকে খারাপ লাগতো ওটাই আপলোড করে দিতো, এর থেকে ও বলতে চাইতো, ও আমার থেকে সুন্দরী। আপনি ঠিক যেমন নিজেকে ভাল লাগছে বলে ফটোটা আপলোড করলেন।

এখানেই থেমে যাননি তিনি। নুসরতের ঠোঁটের বর্ণনা আঁকেন এর পর। বলেন, নায়িকার ঠোঁট দেখে মনে হচ্ছে “ভীমরুল কামড়ে দিয়েছে”। মিমির প্রতি রাগ সামলাতে না পেরে তিনি লেখেন, “আবার ক্যাপশনে ‘ আস’ লিখেছে। কী ঢপের ফ্রেন্ডশিপ যেখানে এত জেলাসি। সব শেষে তিনি মিমিকে উপদেশ দিয়েছেন নিজের স্বভাবে পরিবর্তন আনার। বোঝালেন এ ধরনের ‘হিংসা’ ঠিক নয়।

দেশের দুই সাংসদ অভিনেত্রী এখন শুট করছেন টেমসের তীরে। নুসরত ব্যস্ত ‘স্বস্তিক সংকেত’ এর শ্যুট নিয়ে। অন্যদিকে মিমি ‘বাজি’ র একটি গানের শ্যুট করছেন জিতের সঙ্গে। তার মাঝেই দুইজন কিছুটা সময় বের করে আড্ডা জমিয়েছিলেন। তার এক ঝলক শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা। এমন কী ‘সাপ’ আখ্যা ও জুটে গেল যাদবপুরের সাংসদের।