আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আবারও ভয়ঙ্কর করোনা, বিশ্বে একদিনে প্রায় ৭ হাজার মৃত্যু

আবারও ভয়ঙ্কর করোনা, বিশ্বে একদিনে প্রায় ৭ হাজার মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২০ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ফের ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগস্টের পর একদিনে আবারও করোনায় ৬ হাজার ৮শ’র বেশি মৃত্যু দেখল বিশ্ব। একইসাথে রেকর্ড ৪ লাখ ৩৫ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ফলে মোট মৃত্যু ১১ লাখ ৩৬ হাজার; আক্রান্ত প্রায় ৪ কোটি ১৫ লাখ মানুষ। ভোটের উন্মাদনার মধ্যে বুধবারও দৈনিক সংক্রমণ আর মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। প্রায় একমাস পর ২৪ ঘণ্টায় ১২শ’র মতো মৃত্যুতে, দেশটিতে প্রাণহানি দু’লাখ সাড়ে ২৭ হাজার ছুঁয়েছে। আক্রান্ত প্রায় ৮৬ লাখ। এদিকে ৭ শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ১৭ হাজার ছুঁই ছুঁই। অর্ধ লাখের বেশি সংক্রমণ শনাক্তে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭ লাখ। ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ সাড়ে ৫৫ হাজার; আক্রান্ত ৫৩ লাখের বেশি। মৃতের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। দিনে ৪ শতাধিক মৃত্যু অব্যাহত আর্জেন্টিনায়। এছাড়া সেকেন্ড ওয়েভের মুখে ভাইরাসের বিস্তার লাফিয়ে বাড়ছে ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বেশিরভাগ দেশে।