আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও মা হচ্ছেন রেসি

আবারও মা হচ্ছেন রেসি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:৩৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


1450কাগজ অনলাইন বিনোদন: চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি দ্বিতীয়বারের মত মা হতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকে তার কোল জুড়ে আসছে নতুন অতিথি। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন রেসি।

রেসি বলেন, নতুন অতিথির আগমনের সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার পরিবারের সবাই খুব খুশি। সবাই আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন।

এদিকে, রেসি বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলে জানিয়েছেন তিনি। নিয়মিত চেকআপের জন্য ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। বর্তমানে চিত্রনায়িকা মৃদুলার হাতে রয়েছে লাল সবুজের সুর এবং শূন্য নামের দুটি ছবি কাজ।

উল্লেখ্য, ২০১৩ সালে ২৮ জুলাই রেসি প্রথম কন্যা সন্তান জন্ম দেন। মেয়ের নাম রাদোয়া ইসলাম প্রার্থনা। রেসির স্বামী পান্থ শাহরিয়ার পেশায় একজন ব্যবসায়ী। ২০১২ সালের ২২ জুন তারা বিয়ে করেন।