আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আমার শরীর সুস্থ, কিছুই হয়নি : রচনা ব্যানার্জী

আমার শরীর সুস্থ, কিছুই হয়নি : রচনা ব্যানার্জী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২০ , ৫:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথম দিকে কিছুটা কম থাকলেও এখন দেশটিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিগ বি, ঐশরিয়া থেকে শুরু করে করোনার সংক্রমণ থেকে বাদ পড়েননি বলিউড ও টালিউডের অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীও। আর এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে টালিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি নাকি এর জন্য হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে একেবারে রটে যায়। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিলেন অভিনেত্রী নিজেই।  ‘আমি একদম ভাল আছেন। কোনও কিছু হয়নি আমার। এক্কেবারে সুস্থ আছি আমি।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে হাজির হয়ে এমনই জানালেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।

তিনি আরও জানান, সৃষ্টিকর্তার আর্শিবাদ রয়েছে তার ওপর। তাই মানুষের ভালবাসাকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন বলেও জানান রচনা।