আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা আমিরাতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

আমিরাতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


Mamunকাগজ অনলাইন ডেস্ক: জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপি। উপলক্ষে সংগঠনটি দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আমিরাত বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মাহফিলে সভাপতিত্বে সোমরার (৩০ মে) শারজাহ আল হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নুরুল আলম, আবুধাবী বিএনপির সভাপতি জাকির হোসেন খতিব, আজমান বিএনপির সভাপতি শাহানুর সাহিন।

এছাড়া উপস্থিত ছিলেন, আমিরাত শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম, শারজাহ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সহ-সভাপতি হানিফ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম কিরণ, আজমান বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সায়িদ ভুঁইয়া, দুবাই শ্রমিক দলের সভাপতি এরশাদুল আলম, বিএনপি নেতা মাহাবুব আলম, আমিরাত বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম, আমিরাত যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামিম, দুবাই বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবু, দুবাই মহিলা দলের সভানেত্রী শামসুন নাহার স্বপ্না, আমিরাত সাইবার দলের আহ্বায়ক আবদুল আলিম সাইফুল প্রমুখ।

এসময় কারী মুহিবুর রহমান ফাতেহা পাঠ শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে আমিরাতের বিভিন্ন এলাকা আজমান সানাইয়া ও শারজায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।