আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আমিরাতে ঢুকেই আফ্রিদির বাজিমাত

আমিরাতে ঢুকেই আফ্রিদির বাজিমাত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টি-টেন ক্রিকেটে অংশ নিতে আরব আমিরাতে গিয়ে বাধার সম্মুখীন হন শহীদ আফ্রিদি। আমিরাতের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিমানবন্দর থেকেই পাকিস্তানে ফেরত যেতে হয় এই কিংবদন্তি ক্রিকেটারকে। দেশে ফিরে নতুন করে ভিসা লাগিয়ে আমিরাত গিয়ে মাঠের লড়াইয়ে নেমেই বাজিমাত বুমবুম খ্যাত এই তারকা অলরাউন্ডারের। শনিবার টিম আবুধাবির দুই তারকা ওপেনার ক্রিস গেইল ও ফর্মের তুঙ্গে থাকা আইরিশ ওপেনার পল স্টারলিংয়ের উইকেট শিকার করেন আফ্রিদি। সবশেষ ছয় ওয়ানডের মধ্যে চারটিতে সেঞ্চুরি করা স্টারলিংকে ২৯ রানে ফেরান আফ্রিদি। ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে ৫ রানের বেশি করতে দেননি কালান্দার্সের তারকা অলরাউন্ডার আফ্রিদি।
৫১ রানে গেইল, বেন ডাকেট ও পল স্টারলিংয়ের উইকেট হারানো টিম আবুধাবি শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তুলে ১০০ রান। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ১০ ওভারের ১০ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় শহীদ আফ্রিদিদের কালান্দার্স। দলের জয়ে ২১ বলে অপরাজিত ৪০ রান করেন শারজিল খান। ১৭ বলে অপরাজিত ২৭ রান করেন অধিনায়ক সোহেল আখতার। ১৪ বলে ৩০ রান করে আউট টম ব্যান্টন।