আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘আমি খেলায় ফিরতে চাই’

‘আমি খেলায় ফিরতে চাই’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ৯:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : গড়াপেটার প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোয় সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ আছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। তবে এতে হতাশ নন সাকিব। কারণ করোনাভাইরাসের কারণে এখন ক্রিকেট বন্ধ। ফের কবে নাগাদ খেলা শুরু হবে তা বলা যাচ্ছে না। এরই মধ্যে দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। গেল ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে ফুটফুটে মেয়ে সন্তান। সঙ্গত কারণে এখন মার্কিন মুলুকে অবস্থান করছেন সাকিব। সম্প্রতি সেখান থেকেই  সাক্ষাৎকার দেন তিনি। টাইগার অলরাউন্ডার বলেন, অজ্ঞতার কারণে কিছু বিষয় হালকাভাবে নেয়া যায় না। এ সময়ে এটি অনুভব করেছি আমি। এটিই হয়তো আমার সবচেয়ে বড় শিক্ষা। এ সময়টি আমার কাছে খুব কঠিন। কারণ সবসময় আমার মনে হচ্ছে, আমি খেলছি না বা খেলতে পারছি না। এর মধ্যে একটিই ভালো হয়েছে- আমাদের দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পেরেছি। সাকিব বলেন, বড় মেয়ের জন্মের সময় শিশিরের পাশে থাকতে পারিনি। আমি লকডাউনে তাদের সঙ্গে থাকার চেষ্টা করছি। এ দুঃসময় বাড়িতে থাকতে যাতে বিমর্ষ না হয়ে পড়ি সেই চেষ্টা করছি। যেটি আমার জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমি খেলায় ফিরতে চাই। ৪-৫ মাস পর মাঠে ফিরব। এর আগে অন্য কোনো সিদ্ধান্ত নেব না। যেখান থেকে শেষ করেছি, সেখান থেকেই শুরু করব। এটিই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।