আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশন বিস্ফোরণে নিহত ৭

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশন বিস্ফোরণে নিহত ৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২২ , ৪:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   আয়ারল্যান্ডের উত্তর-পশ্চিমে কাউন্টি ডোনেগালের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ।

পুলিশ বাহিনী বলেছে, শুক্রবার ঘটা এই ঘটনার ফলে সাতটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার তিনটি প্রাণহানির ঘটনা নিশ্চিত করা হয়েছিল। শনিবার আরও চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটজন হাসপাতালে ভর্তি রয়েছে।

আয়ারল্যান্ডের জরুরি পরিষেবাগুলি বলছে, বিস্ফোরণের ফলে একটি পেট্রোল স্টেশনের ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পেট্রোল স্টেশনের পিছনের দুটি দোতলা আবাসিক ভবন ধসে পড়েছিল।

ব্রিটিশ-চালিত উত্তর আয়ারল্যান্ডের ফায়ার সার্ভিস সহ অনেক জরুরি পরিষেবার যানবাহন সারা রাত ধরে আগুন নেভানো ও উদ্ধার কাজ পরিচালনা করে।