আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য আরও একবার আইপিওর জন্য রবির আবদার!

আরও একবার আইপিওর জন্য রবির আবদার!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২০ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তিতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা’র আবদারের শেষ নেই। গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটির মূল মালিক মালিক আজিয়াটা বেরহাদ রবি’র আইপিওর ঘোষণা দেওয়ার পর পরই স্থানীয় কর্তৃপক্ষ কর সংক্রান্ত দুটি শর্ত পূরণ হলেই কেবল পুঁজিবাজারে আসার ঘোষণা দেয়।

কোম্পানিটি তাদের আইপিও আবেদনে নতুন এক শর্ত বা আবদার করেছে। সেটি হচ্ছে-আইপিও অনুমোদন পাওয়ার পর কোম্পানির পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের নামে শেয়ার ইস্যু করা। কিন্তু আইপিও সংক্রান্ত বর্তমান আইনে (ক্যাপিটাল ইস্যু রুলস) এ সুযোগ না থাকায় তারা আইনী শর্তের অব্যাহতি চেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, গত ২ মার্চ দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা বিএসইসিতে আইপিওর আবেদন জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩৮ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ৪০০ শেয়ার ইস্যু করে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৮৭ কোটি ৭৪ লাখ টাকা সংগ্রহ করতে চায়। আর আইপিও অনুমোদন পাওয়ার পরে একই দরে কোম্পানির পরিচালক ও কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ইস্যু করতে চায় ১৩ কোটি ৬১ লাখ শেয়ার। সব মিলিয়ে কোম্পানিটি ৫২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি পরিচালক ও কর্মকর্তা-কর্মচারিদের নামে শেয়ার ইস্যু করার জন্য ইতোমধ্যে তাদের কাছ থেকে ১৩৬ কোটি টাকা সংগ্রহ করেছে। এই টাকা ব্যালান্সশিটে ‘শেয়ার মানি ডিপোজিট’ এবং কোম্পানির দায় হিসেবে দেখানো হয়েছে। যদি কোম্পানিটির আইপিও অনুমোদন না পায় তাহলে পরিচালক ও কর্মকর্তা-কর্মচারিদেরকে সুদসহ তাদের টাকা ফেরত দেওয়া হবে।