আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘ভক্তদের আরেকটি মৌসুম উপহার দিতে চাই’: ধোনি

‘ভক্তদের আরেকটি মৌসুম উপহার দিতে চাই’: ধোনি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : চেন্নাই সুপার কিংসকে দশবার আইপিএলের ফাইনালে তুলেছেন এমএস ধোনি। পাঁচবার শিরোপা এনে দিয়েছেন। সোমবার যখন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হলুদের উল্লাস তখন ‘আর কতো’ প্রশ্নের মুখোমুখি হলেন চেন্নাই অধিনায়ক এমএস ধোনির। কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবও খুব সহজে দিলেন ধোনি। অবসরের ঘোষণা দিয়ে অনেকে যেমন বলেন, ‘ক্যারিয়ারের কঠিনতম সিদ্ধান্ত।’ সাবেক ভারতীয় অধিনায়ক বললেন উল্টোটা। তার মতে, অবসরের ঘোষণা দেওয়া তো সহজ কাজ। কঠিন হলো একটা আসরের জন্য আরও নয় মাস পরিশ্রম করা। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে ধোনি বলেন, ‘আমার জন্য সহজ জিনিস হলো, আপনাকে ধন্যবাদ জানিয়ে অবসর ঘোষণা করে দেওয়া। কঠিন কাজ হলো, আরেকটি আইপিএল খেলার জন্য নয় মাস ধরে পরিশ্রম করে যাওয়া। ফিটনেস ধরে রাখা। চেন্নাই ভক্তদের থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, আমি তাদের আরেকটি মৌসুম উপহার হিসেবে দিতে চাইবো।’
ধোনি জানিয়েছেন, এবারের আইপিএলের শুরুতে চোখ ভিজেছে তার। সামলে নিতে সময় লেগেছে। আইপিএলের আসর শুরু হয়েছিল আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভক্তদের ‘ধোনি, ধোনি স্লোগানে’ কেঁদে ফেলেছিলেন তিনি। চেন্নাইয়ের মাঠেও একই ঘটনা ঘটেছে। ওই আবেগ সামলে নিয়ে দলের জন্য সেরাটা দিতে পারায় খুশি তিনি। ৪১ বছর বয়সী চেন্নাই অধিনায়ক বলেন, ‘আহমেদাবাদের প্রথম ম্যাচে গ্যালারি ভরা ছিল। চেন্নাইয়েও ভরা গ্যালারির সামনে খেলেছি। দর্শকরা আমার নামে স্লোগান দিয়েছে। আপনার জন্য আবেগি হয়ে যাওয়া স্বাভাবিক। আমার চোখ জলে ভরে উঠেছিল। ডাগআউটে কিছু সময় লেগেছে সামলে নিতে। আমি বুঝতে পারি, আসরটা উপভোগ করতে হবে। ভক্তরা আমাকে ভালোবাসেন, কারণ আমি যা নই তা করি না।’