আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে সেজেছে বাড়ি-গাড়ি

আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে সেজেছে বাড়ি-গাড়ি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২২ , ৩:২৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : আর এক দুইদিন। শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। সারা বিশ্বের মতোই বাংলাদেশও মাতোয়ারা বিশ্বকাপের আনন্দে। আর তাই গ্রেটেস্ট শে অন আর্থ হিসেবে পরিচিত বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো বাংলাদেশ জুড়ে চলছে নানান আয়োজন। আগামীকাল ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে সিরাজগঞ্জের শহর ও পাড়া মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা নিচ্ছেন নানা প্রস্তুতি। ঘরে-বাইরে আর চায়ের দোকানে এখন চলছে বিশ্বকাপ নিয়ে মুখরোচক সব আলোচনা। আর এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও ব্রাজিল। সময় ঘনিয়ে আশায় দুই দলের সমর্থকরা নিজ বাড়ি, গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও ভ্যান প্রিয় দলের পতাকার রঙে সাজিয়ে তুলেছেন। অনেকেই বাড়ির ছাদে ও বারান্দায় টাঙয়েছেন দুই দেশের পতাকা। সিরাজগঞ্জে নিজ দলকে সমর্থনের দিক দিয়ে এগিয়ে রয়েছে মোক্তারপাড়া মহল্লার পরিবহন ব্যবসায়ী লিটন সরকারের দুই তলা বাড়ি। পুরো বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে হলুদ আর সবুজে রাঙিয়েছেন তিনি। বাড়িটি নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি। এখানেই থেমে যাননি লিটন। নিজের মালিকানাধীন একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। বর্তমানে সিরাজগঞ্জ শহরের এই বাড়ি ও গাড়িটি ব্রাজিল বাড়ি এবং ব্রাজির গাড়ি নামে সবার মুখেমুখে উচ্চারিত হচ্ছে। এদিকে, আর্জেন্টিনা পতাকার রঙে নিজ মোটরসাইকেলটি সাজিয়ে সবাইকে তাক লাগিয়েছেন বাবু শেখ নামের এক ফুটবল প্রেমিক। মুরগি ব্যবসায়ী বাবু পৌর এলাকার নলিসাপাড়া গ্রামের তাজেল শেখের ছেলে। প্রতিদিন তিনি আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন মোটরসাইকেলটিতে করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া আশা করছেন। ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, ‘ব্রাজিলের খেলা হলেই আমি দেখি।

আমি ব্রাজিলের অন্ধ ভক্ত। ২০১৮ সালে আমি ব্রাজিলের পতাকায় আমার বাড়ি রাঙিয়ে তুলি। এবারও পুরো বাড়িটি ব্রাজিলের পতাকায় রাঙিয়েছি। আমার একটা বাস রয়েছে। সেটিতেও ব্রাজিলের পতাকার ছাপ দিয়েছি। আশা করছি এবারের বিশ্বকাপ ব্রাজিলই ঘরে তুলবে। ব্রাজিল এই ভক্তের ছেলে সৌমিক সরকার বলেন, ফুটবল খেলা বাবার অনেক পছন্দের। বাবা শুধু ব্রাজিল বাড়িই করেনি পাশাপাশি তিনি গেঞ্জি, ব্যানার ও স্টিকার বানিয়েছেন। আশা করছি এবার ব্রাজিল ষষ্ঠ বারের মতো ট্রফিতে নিজেদের নাম তুলবে। আর্জেন্টিনা পতাকা দিয়ে মোটরসাইকেল সাজানো বাবু বলেন, ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনা ফুটবলের প্রেমে পড়েছি। এরপর থেকেই মনে প্রাণে আর্জেন্টিনা দলকে সর্মথন করছি। আর্জেন্টিনা দলকে ভালবেসে শুধু মোটরসাইকেল রঙ করিয়ে থেমে যাওয়ার পাত্র নয় বাবু। আর্জেন্টিনার খেলার দিন এলাকায় বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি খিচুড়ি রান্নার ইচ্ছা রয়েছে তার। ব্রাজিল বাড়ি দেখতে আসা আবু আলী বলেন, এবার ব্রাজিল কাপ নেবে। ব্রাজিল একটি শক্তিশালী দল। এ দলকে এবার কেউ হারাতে পারবে না। ছোট থেকেই ব্রাজিলের খেলা দেখি, ইনশাল্লাহ এবারও সব খেলা দেখবো। আশা করছি এবারের কাপ ব্রাজিলই নেবে। আর্জেন্টিনার সমর্থক আলমগীর কবির বলেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার। খেলা উপলক্ষে আর্জেন্টিনার জার্সি কিনেছি। বাড়িতে পতাকা টাঙিয়েছি। আমি শতভাগ আশাবাদী নিজেদের তৃতীয় ট্রফি ঘরে তুলতে প্রস্তুত মেসির দল। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ বলেন, ‘ফুটবল বিশ্বকাপ মানেই অন্যরকমের উন্মাদনা। তবে সবাইকে মনে রাখতে হবে, যারা বিল্ডিংয়ের ছাদে এবং বিভিন্ন জায়গায় ভিন দেশি ফুটবল দলগুলোর পতাকা টাঙাচ্ছেন তারা যেন প্রিয় দলের পতাকার ওপর বাংলাদেশের পতাকাকে স্থান দেন।