আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড আলভেজের পর বার্সা ছাড়ছেন বারত্রা

আলভেজের পর বার্সা ছাড়ছেন বারত্রা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৩৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Bartaকাগজ অনলাইন ডেস্ক: এবার চ্যাম্পিয়নস লিগ ছাড়া কোপা দেল’রে এবং স্প্যানিশ লা লিগার মতো গুরুত্বপূর্ন শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। কিন্ত দলবদলের জানালা খুলতেই কাতালান ক্লাবটি ছাড়ছেন খেলোয়াড়রা। বার্সার দীর্ঘদিনের বিশ্বস্থ ডিফেন্ডার দানি আলভেজ ক্লাব ছাড়ার পর এবার বরুশিয়া ডর্টমুন্ডে যাচ্ছেন দলটির সেন্টার ব্যাক তারকা মার্ক বারত্রা।

২৫ বছর বয়সী তারকা বারত্রাকে দলে ভেড়াতে একমত হয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। চুক্তির বাইআউট ক্লজে থাকা ৮০ লাখ ইউরো দিয়ে তাকে দলে নিচ্ছে জার্মানির ক্লাবটি। দারুণ প্রতিভাবান বারত্রা ২০০৯ সালে বার্সেলোনার ‘বি’ দলে নাম লেখান। ২০১২ পর্যন্ত কাতালানদের এই দলটিতে খেললেও ২০১০ সালেই বার্সার মূল দলে খেলার সুযোগ পান এই স্প্যানিশ তারকা। বার্সার মূল দলের হয়ে ৫৯টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

বার্সেলোনা ছাড়াও স্পেন জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন বারত্রা। স্প্যানিশ জাতীয় দলের জার্সি গায়ে এবার ফ্রান্স অনুষ্ঠিত ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে তাকে দলে রেখেছেন জাতীয় দলের কোচ দেল বস্ক।