আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আলিয়ার কাছে কার্তিকের অনুরোধ

আলিয়ার কাছে কার্তিকের অনুরোধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২০ , ৫:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : কয়েকজন জনপ্রিয় নির্মাতার হাত ধরে ইতিমধ্যে কয়েকটি দারুণ ছবি ভক্তদের উপহার দিয়েছেন কার্তিক আরিয়ান। কিন্তু বলিউডের একজন নির্মাতার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন কার্তিক। তিনি হলেন- সঞ্জয়লীলা বানসালি। সম্প্রতি ফিল্মফেয়ারের দেওয়া এক সাক্ষাৎকারে বানসালির সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন ২৯ বছর বয়সী এই অভিনেতা। বানসালির সঙ্গে কাজ করার জন্য কার্তিক এতোটাই মুখিয়ে রয়েছেন যে, তিনি আলিয়া ভাটের কাছে অনুরোধ করে বলেছেন, বলিউডের এই অভিনেত্রী যেনো বানসালি কাছে কার্তিকের নামটি সুপারিশ করেন। এদিকে, শিগগিরই সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র কাজ শুরু করতে যাচ্ছেন আলিয়া ভাট। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার।