আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আলীকদমে দুই শিবির নেতা আটক

আলীকদমে দুই শিবির নেতা আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Bandarbaবান্দরবান: সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে সারা দেশে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে ছাত্র শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) বিকেলে উপজেলা সদরের চৌমুহুনী ও বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককতৃরা হলেন- উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শোয়াইবুল ইসলাম (২৫) ও শিবির নেতা এস এম জুয়েল (৩০)।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বসতবাড়িতে অগ্নিসংযোগের মামলায় জুয়েল প্রধান আসামি।

প্রাথমিকভাবে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। সপ্তাহব্যাপী পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।