আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আল্লুর পারিশ্রমিক ১৯৭ কোটি টাকা!

আল্লুর পারিশ্রমিক ১৯৭ কোটি টাকা!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ , ৪:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে ‘পুষ্পা’ সিনেমা তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করেছে। এবার জানা গেল, আল্লু অর্জুন তার পারিশ্রমিক বৃদ্ধি করেছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মনে হচ্ছে, আয়ের দিক থেকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শীর্ষে থাকা রাম চরণকে চ্যালেঞ্জ করবেন আল্লু অর্জুন। এ অভিনেতা ৩০ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধি করেছেন। নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছে।

আগে তিনি প্রতি সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। এ সাফল্যের পর আল্লুর চাহিদা অনেক গুণে বেড়ে যায়। একটি সূত্র জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার জন্য আল্লু অর্জুন ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৭ কোটি ৮৭ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।