আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আশুলিয়ায় হোটেল লক্ষ্য করে ককটেল, আহত ৪

আশুলিয়ায় হোটেল লক্ষ্য করে ককটেল, আহত ৪


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Coktaiআশুলিয়া: সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি খাবার হোটেল লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এতে হোটেলের মালিক ইব্রাহীমসহ ৪ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জুন) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাজী জয়নুদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের পাশের ওই খাবার হোটেল লক্ষ্য করে এ ককটেল নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের পাশের ওই হোটেলটিকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে হোটেল মালিকসহ ৪ জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, বিষয়টি কারা বা কী কারণে ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।