আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে আনিছুরের ‘তিন টুকরো কাপড়’

আসছে আনিছুরের ‘তিন টুকরো কাপড়’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। তবে ২০১৪ সালে সংগীতে থিতু হন আনিছুর রহমান। শিল্পী হিসেবে তার প্রতিভার বিকাশ ঘটে ইসলামিক সংগীত কণ্ঠে তুলে নেওয়ার মাধ্যমে। আনিছুর রহমান একজন নাশিদ শিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার।

আসছে পবিত্র রমজানে প্রকাশ পেতে যাচ্ছে আনিছুর রহমানের ‘তিন টুকরো কাপড়’ শিরোনামের একটি ইসলামি সংগীত। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন আনিছুর রহমান নিজেই ।

এ প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ‘গানটির কথাগুলো বেশ সুন্দর। সুরের সঙ্গে দারুণ সমন্বয় ঘটেছে। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

এর আগেও নিজের লেখা  ও সংগীতায়োজনে বেশ কিছু গান করেছেন আনিছুর রহমান। এরমধ্যে ‘মালিক তুমি’, ‘মাটির ঘর’, ‘হে খোদা দয়াময়’, ‘আকুতি’, ‘নবীর রওজা শরীফ’, ‘এই সুন্দর ফুল সুন্দর ফল’, ‘মিছে জীবন’ উল্লেখযোগ্য। এ ছাড়া দেশত্ববোধক গানও করেন তিনি।