আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে সালমা-দিপু’র ‘তুই ছাড়া এই মন’

আসছে সালমা-দিপু’র ‘তুই ছাড়া এই মন’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২১ , ১০:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ঈদ উপলক্ষে বাজারে আসছে কন্ঠশিল্পী সালমা এবং এ এইচ দিপু’র নতুন গান ‘তুই ছাড়া এই মন’। গানটির কথা-সুর ও মিউজিক করেছেন রোহান রাজ। গানটি প্রকাশ হবে ‘শেকড় মাল্টিমিডিয়া’র ব্যনারে।

এমনটাই জানালেন দিপু। বললেন, সালমা’র সাথে যৌথ গান করলাম। গানের কথাগুলো খুবই চমৎকার। অসাধারণ সুর ও মিউজিক করেছেন রোহান ভাই। আশা করছি; গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য-এছাড়াও দিপু’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন কোম্পানিতে অনেকগুলো রয়েছে।