আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আহত ক্রিকেটারকে দেখতে হাসপাতালে উর্বশী?

আহত ক্রিকেটারকে দেখতে হাসপাতালে উর্বশী?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৩ , ৩:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। গত ৩০ ডিসেম্বর সকালে দিল্লির দেরাদুনা হাইওয়েতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে ঋষভকে বহনকারী গাড়িটি। কিছুক্ষণ পরই গাড়িতে আগুন ধরে যায়। কিন্তু তার আগেই গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বের হতে সক্ষম হন ঋষভ। দেরাদুনা থেকে ঋষভকে মুম্বাইয়ে নেওয়া হয়েছে। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ঋষভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেনতার কথিত প্রেমিকা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। আর এসবের সূত্রপাত, উর্বশীর ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে।

ঋষভের দুর্ঘটনার খবরে চিন্তিত তার ভক্তরা। অন্যদের মতো চিন্তিত ঋষভের কথিত প্রেমিকা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। দুর্ঘটনার দিন নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উর্বশী লিখেছিলেন— ‘প্রার্থনা।’ এর সঙ্গে একটি হার্ট ও পায়রার ইমোজি দেন তিনি।

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, ঋষভের সঙ্গে প্রেম করছেন উর্বশী। রেস্তোরাঁ, পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গেছে। ২০১৯ সালে উর্বশীর সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন ঋষভ। তবে কয়েক মাস আগে ঠান্ডা লড়াই হয়েছে উর্বশী-ঋষভের। কেউ কারো নাম না নিয়ে পরস্পরকে কটাক্ষ করতেও ছাড়েননি। উর্বশীকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেন ঋষভ। এর পাল্টা জবাবও দেন উর্বশী। ছোট ভাইয়া বলেও ভারতের এই উইকেট কিপারকে কটাক্ষ করেন উর্বশী। যদিও পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান বলিউডের এই অভিনেত্রী।

 

ঢাকা/শান্ত