আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ইংল্যান্ডকে রুখে দিল স্কটল্যান্ড, ম্যাচ গোলশূন্য ড্র

ইংল্যান্ডকে রুখে দিল স্কটল্যান্ড, ম্যাচ গোলশূন্য ড্র


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলেছে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কেউই গোলের দেখা পায়নি। ওয়েম্বলিতে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়। ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রাখে ইংল্যান্ড। স্কটল্যান্ডের গোলমুখে তারা ৯টি শট নিয়েছে ইংল্যান্ড। কিন্তু মাত্র একটি শট তারা লক্ষে রাখতে পারে। ছয়টি কর্নার পেলেও কোনো গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে বল দখলে পিছিয়ে থাকলেও গোলমুখে তারা ১১টি শট নিয়েছে স্কটল্যান্ড। এর মধ্যে দুটি শট তারা লক্ষে রাখতে পারে।
এক জয়, এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। অন্যদিকে এক পরাজয় ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে স্কটল্যান্ড। একটি জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে আছে চেক রিপাবলিক।